নেত্রকোনায় বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা আর বৈষম্যমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের দীপ্ত অঙ্গীকারের মধ্যে দিয়ে মুক্ত দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স থেকে একটি বর্ণাঢ্য আনন্দ র্যালি বের হয়ে কালেক্টরেট প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। জেলা প্রশাসন এবং মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আয়োজনে কালেক্টরেট প্রাঙ্গণে প্রজন্ম ৭১ ভাস্কর্যে শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম নেতৃত্বে জেলা প্রশাসন, পুলিশ সুপার মোহাম্মদ তরিকুল ইসলাম, পুলিশ প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খানের নেতৃত্বে মুক্তিযোদ্ধা সংসদ, বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরীর নেতৃত্বে জেলা মুক্তিযোদ্ধা দল, জেলা বিএনপির সভাপতি অর্থোপেডিক্স চিকিৎসক অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হকের নেতৃত্বে জেলা বিএনপিসহ প্রতিটি দপ্তরের প্রধানদের নেতৃত্বে পুস্পস্তবক অর্পন করা হয়।
পরে শহরের মোক্তারপাড়া পাবলিক হল মিলনায়তেন এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে দিবসের আয়োজন সমাপ্ত হয়।
বিডি-প্রতিদিন/জামশেদ