পটুয়াখালীর কলাপাড়ায় সন্ত্রাসী হামলায় কামাল বেপারী (৩০) নামের এক মৎস্য ব্যবসায়ী ওপর লোহার রড ও হাতুড়ি দিয়ে অতর্কিত হামলা চালানো হয়েছে। সোমবার বিকালে মৎস্য বন্দর আলীপুর ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কুয়াকাটার তুলাতুল ২০ শয্যা হাসপাতালে নেন। পরে তার অবস্থার অবনতি হলে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, এ ঘটনার সময় ফেরিঘাট সংলগ্ন একটি চায়ের দোকানে বসে চা পান করছিলেন কামাল। কোনো বাগবিতণ্ডার ঘটনা ছাড়াই হঠাৎ করে কয়েকজন লোক এসে তার ওপর চড়াও হয়। অনেকেই এ হামলাকে পূর্ব পরিকল্পিত বলে মনে করছেন।
কলাপাড়া হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. পলি সাহা জানান, সোমবার সন্ধ্যায় কামাল হোসেন নামের এক ব্যক্তি হাসপাতালে আসেন। তার শরীর, মাথা ও দুই পায়ে গুরুতর আঘাত ছিল। তাকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
মহিপুর থানার ওসি (তদন্ত) অনিমেষ হালদার বলেন, ঘটনার বিষয়ে আমরা অবগত হয়েছি। তবে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিডি-প্রতিদিন/তানিয়া