দিনাজপুরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া মাহফিলে বক্তব্য রাখেন প্রধান অতিথি দিনাজপুর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল।
সোমবার বিকেলে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক-সাংস্কৃতিক সংস্থা (জাসাস)জেলা শাখার আয়োজনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের দিনাজপুর সদর-৩ আসনের ধানের শীষ প্রতীকের এমপি প্রার্থী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া করা হয়।
অনুষ্ঠানে জেলা জাসাসের আহ্বায়ক প্রভাষক মোঃ আখতারুজ্জামান আক্তার এর সভাপতিত্বে ও সদস্য সচিব হুমায়ুন কবির আনফ এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাবেক এমপি অ্যাডভোকেট মোঃ আব্দুল হালিম,জেলা বিএনপির সহ-সভাপতি মাহবুব আহমেদ, যুগ্ন সাধারণ সম্পাদক ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন মন্ডল বকুল। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি'র উপদেষ্টা অ্যাডভোকেট মোঃ আনিসুর রহমান চৌধুরী, প্রচার সম্পাদক বাবু চৌধুরী,জেলা যুবদলের আব্বায়ক ও দিনাজপুর পৌরসভার সাবেক কাউন্সিলর এ,কে এম মাসুদুল ইসলাম মাসুদ,পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল কাইয়ুম, জেলা তাঁতী দলের সভাপতি মোঃ রেজাউল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ শাহিনুর রহমান হাসু খান, জেলা ও পৌর জাসাস এর নেতৃবৃন্দ , জেলা বিএনপি'র এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
বিডি প্রতিদিন/এএম