লালমনিরহাটের আদিতমারী উপজেলায় রত্নাই নদীর ওপর জেলা যুবদলের উদ্যোগে নির্মিত একটি কাঠের ব্রীজ উদ্বোধন করা হয়েছে। দীর্ঘদিন ধরে নদী পারাপারে ভোগান্তিতে পড়া স্থানীয়রা এখন কিছুটা স্বস্তি পেলেন।
সোমবার বিকেলে ভেলাবাড়ী ইউনিয়নের ঝাড়িরঝাড় এলাকায় এই ব্রিজ উদ্বোধন করেন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।
স্থানীয়রা জানান, পূর্বে একটি সেতু না থাকায় বর্ষাকালে স্কুলগামী শিক্ষার্থীরা সময়মতো পৌঁছাতে পারত না। এছাড়া ফসল ও সার বাজারে নিয়ে যাওয়া কষ্টসাধ্য ছিল। বহুবার আশ্বাস দেওয়ার পরও প্রশাসন বাস্তবায়ন করেনি।
উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, ১৭ বছরেও ছোট ছোট সেতু নির্মাণে আওয়ামী লীগ ব্যর্থ হয়েছে। যুবদলের উদ্যোগে বিভিন্ন উন্নয়নমূলক কাজ শুরু হয়েছে, যা জনদূর্ভোগ কমাচ্ছে।
জেলা যুবদলের আহ্বায়ক আনিছুর রহমান ভিপি জানান, স্থানীয়দের ভোগান্তি বিবেচনা করে আমরা স্বেচ্ছাশ্রমে ভাসমান এই সেতু নির্মাণ করেছি। ইতিমধ্যে তিনটি সেতু নির্মাণ সম্পন্ন, এবং আরও চারটির কাজ করার পরিকল্পনা রয়েছে।
এ সময় জেলা যুবদলের সদস্য সচিব হাসান আলী ও জেলা, উপজেলা বিএনপির অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/সুজন