নেত্রকোনা শহরের পশ্চিম সাতপাই এলাকার বাসিন্দা অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার মো. কামরুজ্জামানের চুরি যাওয়া লাইসেন্সকৃত শটগান ও কার্তুজ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকালে বাদীর দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ তার বাড়ির পেছনে অবস্থিত একটি সেপটিক ট্যাংকের পাশে পরিত্যক্ত অবস্থায় শর্টগানটি ও ১০টি কার্তুজ উদ্ধার করে।
নেত্রকোনা মডেল থানার ওসি চম্পক দাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ‘বাদী নিজে থানায় এসে খবর দিলে আমরা ঘটনাস্থলে গিয়ে অস্ত্রটি উদ্ধার করি।’
তিনি আরও জানান, এর আগে ৩০ নভেম্বর বাদী অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে থানায় একটি মামলা করেন। মামলায় উল্লেখ করা হয়, ২৯ নভেম্বর সন্ধ্যার দিকে ভাড়াটিয়ার ঘরের ভেন্টিলেটর দিয়ে চোর ঢুকে রান্নাঘর দিয়ে বেরিয়ে যায়। চুরি হওয়া লাইসেন্সধারী শটগানটি তুরস্কে তৈরি; যার মূল্য প্রায় ১ লাখ ২০ হাজার টাকা। এছাড়া বাদীর আট আনা সোনার চেইন, কাপড়চোপড়সহ অন্যান্য মালামাল ও ভাড়াটিয়ারও প্রায় সাড়ে চার লাখ টাকার মালামাল চুরি হয়।
ওসি চম্পক দাম বলেন, ঘটনটি খতিয়ে দেখা হচ্ছে। যারা এই ঘটনায় জড়িত, তাদের আইনের আওতায় আনতে আমরা কাজ করছি।
বিডি-প্রতিদিন/মাইনুল