মাগুরা সদর উপজেলার হাজরাপুর ইউনিয়নের রামনগর গ্রামে পূর্ব শত্রুতা ও সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার সকালে সাড়ে ৯টার দিকে প্রায় ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ২৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ দুইজনকে আটক করেছে।
আহত ও স্থানীয়রা জানান, স্থানীয় দুই গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ ও উত্তেজনা চলে আসছে। গত কয়েকদিন ধরে সদর উপজেলার আলমখালী বাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে আসছিল। এক পক্ষ বাজারে গেলে প্রতিপক্ষের লোকজন তাদেরকে তাড়িয়ে দেয়। এরই জের ধরে সোমবার সকালে দুই পক্ষ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে রামনগর গ্রামে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
হাসপাতালে চিকিৎসাধীন আহতদের মধ্যে একপক্ষের ফরিদ মোল্লা, আসাদুল, রুহুল আমিন, আব্দুল মন্ডল, সাহেব আলী, ওয়াকিল উদ্দিন, আমজাদ হোসেন, সাজ্জাদ হোসেন, সাজেদুল ও সালমান উল্লেখযোগ্য। অন্যপক্ষের আহতদের মধ্যে রয়েছেন মুক্তার মন্ডল, সাহেব আলী, উজ্জল মন্ডল, আবু তালেব মন্ডল, তুরফান মন্ডল, আওয়াল মন্ডল, রুহুল মন্ডল, বাচ্চু মন্ডল, নান্নু মন্ডল, আজিজুল মন্ডল, আরিফুল ইসলাম ও ইদ্রিস আলী।
স্থানীয়রা আরো জানান, দীর্ঘদিনের রাজনৈতিক বিরোধ সহিংস রূপ নেওয়ায় এলাকাজুড়ে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুনরায় সংঘর্ষের আশঙ্কা করছে। ফলে পুলিশি টহল অব্যাহত রাখার কথা জানিয়েছে।
পুলিশ সুপার মোহাম্মদ হাবিবুর রহমান জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে স্বাভাবিক অবস্থা রয়েছে। পরবর্তী সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ টহল দিচ্ছে। ঘটনাস্থলে ইতিমধ্যে সেনাবাহিনীর সদস্যরাও গিয়েছে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে উভয়পক্ষের দুইজনকে আটক করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম