দীর্ঘদিন থেকে বাখরাবাদ গ্যাস সংকটের প্রতিবাদে ও নিরবিচ্ছিন্ন গ্যাস পাওয়ার দাবিতে নোয়াখালীতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে বিক্ষুদ্ধ গ্রাহকরা। এই সময় গ্যাস অফিসের গেইট বন্ধ থাকায় লাঠি হাতে গেইটে হামলা চালায় গ্রাহকরা। সোমবার সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত চলে সড়ক অবরোধ এবং বিক্ষোভ। এই সময় অফিসের গেট বন্ধ রাখা হয়।
পরে বিক্ষিপ্ত গ্রাহকরা প্রায় দেড় ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। সুধারাম থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং পুলিশের উপস্থিতিতে গ্যাস অফিসের ম্যানেজার এক সপ্তাহ সময় নিলে পরিস্থিতি শান্ত হয়। পরে গ্রাহকরা চলে যায়। গ্রাহকরা জানান, দীর্ঘ দিন থেকে নোয়াখালী পৌরসভার ৭নং ওয়ার্ড ও দত্তের হাট এলাকায় ভোর ৫টার পর থেকে গ্যাস থাকে না। এতে ছেলে মেয়েদের স্কুলে নাস্তাসহ রান্নাবান্নার ব্যাপক সমস্যা হচ্ছে।
বাখরাবাদ গ্যাস অফিসের ম্যানেজার ইকবাল হোসেন জানান, আগামী এক সপ্তাহের মধ্যে সরেজমিনে গিয়ে সমস্যার সমাধান করা হবে। সুধারাম থানার এসআই মোজাম্মেল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সমস্যা সমাধানের লক্ষ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে।
বিডি প্রতিদিন/হিমেল