গাইবান্ধার সাঘাটা উপজেলায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আশরাফুল কবির।
রবিবার (৭ ডিসেম্বর) সকালে সাঘাটা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় সাঘাটা উপজেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল কবির। তিনি প্রশাসন ও গণমাধ্যমের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সাঘাটার উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল করার প্রত্যাশা ব্যক্ত করেন।
বিডি প্রতিদিন/হিমেল