বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বগুড়ার কাহালুতে হাফেজিয়া মাদরাসার ছাত্রদের নিয়ে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
রবিবার কাহালু সিদ্দিকীয়া কামিল মাদরাসা মাঠে উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন এ আয়োজন করে।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে অংশ নেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য প্রার্থী মো. মোশারফ হোসেন।
হাফেজিয়া মাদরাসার হাজারো ছাত্রের অংশগ্রহণের এ দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. আব্দুল মান্নান।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, জয়নাল আবেদীন, জেলা বিএনপির সহ-সভাপতি এম আর ইসলাম স্বাধীন, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ তাহা উদ্দিন নাঈম, কাহালু পৌর বিএনপির সভাপতি আনিসার রহমান আনিসসহ অন্যরা।
বিডি-প্রতিদিন/এমই