মুন্সীগঞ্জ জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদফতরের আয়োজনে ‘তারুণ্যের উৎসব ২০২৫’ উদযাপন উপলক্ষে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
রবিবার শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে এ উৎসবের আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদ, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক আলেয়া ফেরদৌসী, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক শেখ মো. নাসির উদ্দিনসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, নারী উদ্যোক্তা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থীরা।
উৎসবে অতিথিরা বিভিন্ন স্টল ঘুরে বাঙালির শতবর্ষের ইতিহাস–ঐতিহ্যের প্রতীক নানা রকম পিঠা-পুলি পরিদর্শন করেন।
এছাড়া শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে কিশোর-কিশোরী ক্লাবের সদস্যদের অংশগ্রহণে একটি সচেতনতামূলক পথনাটক মঞ্চায়ন করা হয়, যা উৎসবে বাড়তি আমেজ যোগ করে।
বিডি-প্রতিদিন/মাইনুল