রংপুরে জমি নিয়ে বিরোধে হত্যা মামলার আসামিকে ঢাকার কেরানীগঞ্জ থেকে গ্রেফতার করা হয়েছে। আসামির নাম লেবু মিয়া, তিনি তারাগঞ্জ উপজেলার কসামাত মেনানগরের আব্দুল জব্বারের ছেলে।
রবিবার দুপুরে র্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
র্যাব জানায়, হত্যাকাণ্ডের শিকার খালেকুজ্জামান (৪০) ও আসামিরা একই গ্রামের বাসিন্দা। দীর্ঘদিন ধরে তাদের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। গত ৩১ অক্টোবর সকালে আসামিদের সঙ্গে বাকবিতণ্ডার জেরে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে খালেকুজ্জামান আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ১ নভেম্বর মারা যান।
পরে নিহতের ভাই রংপুরের তারাগঞ্জ থানায় হত্যা মামলা করেন। আসামিদের গ্রেফতারে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র্যাবও গোয়েন্দা তৎপরতা শুরু করে। তারই ধারাবাহিকতায় শনিবার কেরানীগঞ্জ থানার কোনাখোলা এলাকা থেকে লেবু মিয়াকে গ্রেফতার করা হয়।
র্যাব আরও জানায়, তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি-প্রতিদিন/এমই