চুয়াডাঙ্গা মুক্ত দিবস উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে র্যালিটি শুরু হয়ে শহরের কোর্ট মোড় ঘুরে একই স্থানে এসে শেষ হয়।
পরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক বিএম তারেকুজ্জামান। প্রধান অতিথির বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন। আলোচনা সভায় বীর প্রতীক সাইদুর রহমান ও বীর মুক্তিযোদ্ধা আবেছ উদ্দিন, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।
এর আগে সকাল ৭টায় চুয়াডাঙ্গা জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. আবেছ উদ্দিনের নেতৃত্বে মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
বিডি-প্রতিদিন/এমই