সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ব্রাহ্মণবাড়িয়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) রাতে সদর উপজেলার পৌর বিএনপির ৩ নম্বর ওয়ার্ডের উদ্যোগে ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড এলাকায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া–৩ (সদর–বিজয়নগর) আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম।
পৌর ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী মোহাম্মদ জারু মিয়ার সভাপতিত্বে এবং জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ তৈমুর ও সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন- জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জহিরুল হক খোকন, অ্যাডভোকেট শফিকুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজম, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান শাহীন, যুবদল বিষয়ক সম্পাদক নিয়ামুল হক, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক এইচ. এম. আবুল বাসার, পৌর বিএনপির সভাপতি নজির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তারিকুল ইসলাম খান রুমা, জেলা যুবদলের সভাপতি শামীম মোল্লা, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোস্তফা মিয়া প্রমুখ।
এছাড়া উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান মঞ্জু, এবিএম মোমিনুল হক, জসীম উদ্দিন রিপন, জেলা যুগ্ম সাধারণ সম্পাদক মো. মনির হোসেন, মাইনুল হোসেন চপল, বিএনপির সাংগঠনিক সম্পাদক তানিম শাহেদ রিপন, প্রচার সম্পাদক মো. মাহিন, জেলা বিএনপির সদস্য ডা. শারমিন সুলতানা টুনটুন, ওমর ফারুকসহ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনা করে দোয়া পরিচালনা করেন ওলামা দলের মাওলানা ফাইজুল ইসলাম সামাদী।
বিডি-প্রতিদিন/মাইনুল