বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ঢাকাস্থ বগুড়া বাসীর উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) বাদ আছর রাজধানীর গুলশান আজাদ মসজিদে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দোয়া ও মিলাদ পরিচালনা করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, বগুড়া-৭ আসনের নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারী ও সাবেক সংসদ সদস্য মো. হেলালুজ্জামান তালুকদার লালু।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক উত্তর কোণ পত্রিকার সম্পাদক মো. সাহেদুজ্জামান সিরাজ বিজয়, বিএডিসির পরিকল্পনা প্রধান ফেরদৌস রহমান, ঢাকাস্থ বগুড়া সমিতির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন চৌধুরী, বনানী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইসাহাক আলী, কেন্দ্রীয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান, সবার বাংলাদেশ এর সভাপতি শাহ সেলিম, বগুড়া সমিতির সহ-সভাপতি ইঞ্জিনিয়ার দিপু, শিবগঞ্জ উপজেলা সমিতির সভাপতি ডা. এমদাদুল হক, সাংগঠনিক সম্পাদক ও সহকারী অ্যাটর্নি জেনারেল মশিউর রহমান জুয়েল, রফিকুল ইসলাম রফিক, বগুড়া মিডিয়া অ্যান্ড কালচার সোসাইটির প্রশিক্ষণ সম্পাদক আশরাফুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক আজাদ আহমেদ, ব্যারিস্টার শিশিরসহ বিএনপি-অঙ্গসংগঠনের নেতারা।
এছাড়া বনানী থানার বিএনপি নেতা মাহবুব, রিপন, তিতুমীর কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান আসাদসহ ঢাকায় বসবাসরত বগুড়ার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ দোয়া মাহফিলে অংশ নেন।
দোয়া মাহফিল শেষে প্রায় দুই হাজার মানুষের মধ্যে তবারক বিতরণ করা হয়। পাশাপাশি অসহায়দের জন্য খাবারের ব্যবস্থা ও বিভিন্ন এতিমখানায় শিশুদের জন্য বিশেষ আহারের আয়োজন করা হয়।
বিডি প্রতিদিন/মুসা