দিনাজপুরে বার্ষিক হাজি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বার্ষিক হাজি সম্মেলনে প্রায় পাঁচ শতাধিক হাজিবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয় এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন আলহাজ্ব মাওলানা আবুল কাশেম সরকার দিনাজপুরী।
শনিবার দিনাজপুর সদর উপজেলার মাশিমপুর জামাল-কামাল (রহ:) হাফিজিয়া মাদ্রাসা, লিল্লাহ বোর্ডিং ও এতিমখানা প্রাঙ্গনে আউলিয়াপুর ইউনিয়ন আরাফাতি ভ্রাতৃ কল্যাণ সমিতির আয়োজনে বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
আরাফাতি ভ্রাতৃ কল্যাণ সমিতির সহ-সভাপতি আলহাজ্ব মোঃ শওকত আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, সহ-সভাপতি আলহাজ্ব মাহবুব আহমেদ, দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ্ব মোঃ আবু বক্কর সিদ্দিক, সাবেক সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী, মোসাদ্দেক হোসেন, সুজা উর রব চৌধুরী, দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল এর নিউরো বিভাগের বিভাগীয় প্রধান ডাঃ সারওয়ার মোর্শেদ, দিনাজপুর সদর-৩ আসনের জামায়াতের মনোনীত প্রার্থী এড. মাইনুল ইসলাম, দিনাজপুর চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি মোঃ শামীম কবীর, আব্দুস সালাম হজ গ্রুপের পরিচালক আলহাজ্ব মোঃ আব্দুস সালাম, আলহাজ্ব হাফেজ মাওলানা আবুল কাশেম সরকার, আরাফাতি ভ্রাতৃকল্যাণ সমিতির সেক্রেটারি আলহাজ সামসুদ্দিন আহমেদ প্রমুখ।
বিডি প্রতিদিন/এএম