বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার জোকা গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। শুক্রবার গভীর রাতে অগ্নিকাণ্ডে জোকা গ্রামের নিলু বেগম, ফিরোজা বেগম ও জাহাঙ্গীর আলমের ঘরে আগুন ছড়িয়ে পড়লে মুহূর্তের মধ্যেই সর্বস্ব হারিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপনে বাধ্য হন তারা।
আগুনে সবকিছু হারিয়ে অসহায় হয়ে পড়া এসব পরিবারের পাশে মানবিক সহায়তা নিয়ে ছুটে যায় বাগেরহাট রেড ক্রিসেন্ট ইউনিট। কম্বল, তাবু, খাদ্য সহায়তা দিয়েছে বাগেরহাট রেড ক্রিসেন্ট ইউনিট।
বাগেরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সাধারণ সম্পাদক শেখ মাহবুবুর রহমান টুটুল জানান, অগ্নিকাণ্ডে ঘরবাড়ি হারানো তিনটি পরিবারগু অত্যন্ত অসহায় অবস্থায় আছে, এখর জানতে পেরে আমরা অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য কম্বল, তাবু, খাদ্য সহায়তাসজহ প্রাথমিক চিকিৎসা দিয়েছি।
বিডি প্রতিদিন/এএম