ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলা বিএনপি ও পৌর বিএনপির উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে উপজেলার পৌর এলাকার সাহারপাড় দারুল হিকমা মহিলা মাদ্রাসার প্রাঙ্গণে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল করিমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য তকদির হোসেন মো. জসিম, জেলা বিএনপির উপদেষ্টা ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সায়েদুল হক সাঈদ, জেলা বিএনপির উপদেষ্টা ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সালাহ উদ্দিন ভূঁইয়া শিশির, জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক কাজী নাজমুল হোসেন তাপস, কেন্দ্রীয় কৃষকদলের সহ-সাধারণ সম্পাদক কে.এম. মামুন অর রশিদ, জেলা বিএনপির আহবায়ক কমিটির সাবেক সদস্য এড. রাজিব আহসান চৌধুরী পাপ্পুসহ আরও অনেকে।
আলোচনা শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থাতার জন্য দোয়া পরিচালনা করা হয়।
বিডি-প্রতিদিন/আশফাক