দিনাজপুরের ঘোড়াঘাটে বাক-প্রতিবন্ধীদের জন্য জ্যাকেট বিতরণ করেছেন সিংড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহকারী অধ্যাপক সাজ্জাদ হোসেন।
শনিবার সকালে সিংড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ১০ জন বাক-প্রতিবন্ধীর হাতে এ শীতবস্ত্র তুলে দেন তিনি। এ সময় জ্যাকেট পাওয়ার খুশিতে উচ্ছ্বাস প্রকাশ করেন তারা। অনেকেই ইশারায় কৃতজ্ঞতা জানান।
এ বিষয়ে ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেন বলেন, 'সমাজের অবহেলিত মানুষের কষ্ট অনেক সময় কেউ বুঝতে পারে না। কিন্তু তারা আমাদের মতোই মানুষ, আমাদেরই পরিবার। আমি তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। ইশারায় কথা বলতে বলতে এখন আমিও তাদের ভাষা বুঝতে শিখেছি। তাদের আনন্দ আমাকেও আনন্দিত করে।'
বিডি-প্রতিদিন/এমই