খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা কামনায় বরিশালে জুলাই যোদ্ধা পরিষদের উদ্যোগে দোয়া মোনাজাত করা হয়েছে। শনিবার নগরীর সদর রোড নিজস্ব কার্যালয়ে দোয়া মোনাজাত অনুষ্ঠান হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মাদ রহমাতুল্লাহ। তিনি বলেন, বেগম খালেদা জিয়া এখন শুধু বিএনপির নেত্রী নন-তিনি সততা, দেশপ্রেম, গণতন্ত্র ও সার্বভৌমত্বের প্রতীক। রাজনৈতিক শত্রুরাও তাকে আপোষহীন নেত্রী হিসেবে শ্রদ্ধা করে।
বরিশাল জুলাই যোদ্ধা পরিষদের আহ্বায়ক মো. রহমাতুল্লাহ সরদার সাব্বিরের সভাপতিত্বে দোয়া মোনাজাতে আরো উপস্থিত ছিলেন- বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দলের ১নং যুগ্ম আহ্বায়ক মো. তারিক সুলায়মান, মহানগর স্বাধীনতা ফোরামের সদস্য সচিব মো. নাজমুস সাকিব প্রমুখ। সঞ্চালনা ও দোয়া-মোনাজাত পরিচালনা করেন জেলা ছাত্রদলের সহ-সভাপতি ইলিয়াছ আহমাদ।
বিডি প্রতিদিন/হিমেল