ময়মনসিংহের ভালুকায় গোবুদিয়া সবুজ বাংলা উচ্চ বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার মল্লিকবাড়ি ইউনিয়নের গোবুদিয়া সবুজ বাংলা উচ্চবিদ্যালয় মাঠে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী ফখর উদ্দিন আহমেদ বাচ্চু। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রুহুল আমীন, সঞ্চালনা করেন প্রধান শিক্ষক আবুল বাসার মো. আইয়ুব খান। শিক্ষক প্রতিনিধি হিসেবে মনিরুল ইসলাম ও অভিভাবক প্রতিনিধি হিসেবে আব্দুস সালাম অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
আলোচনা সভা শেষে ম্যানেজিং কমিটির সভাপতির উদ্যোগে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের হাতে শিক্ষাবৃত্তি তুলে দেওয়া হয়। একইসঙ্গে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া করা হয়।
সমাবেশে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট ওসমান গণি মল্লিক মাখন, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক রকিবুল হাসান খান রাসেল, জেলা যুবদলের সদস্য আতিক উল্লাহ পাঠানসহ অন্যরা।
বিডি-প্রতিদিন/এমই