বিএনপির চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বগুড়ার নন্দীগ্রামে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক এমপি মোশারফ হোসেনের তত্ত্বাবধানে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে এই দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র রেজাউল করিম বাদশা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক উপজেলা চেয়ারম্যান আলী আজগর তালুকদার হেনা, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, সহ-সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সহিদুর নবী সালাম, যুগ্ম সাধারণ সম্পাদক তাহা উদ্দিন নাইন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান, নন্দীগ্রাম উপজেলা ও পৌর বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, নন্দীগ্রাম উপজেলার ৫টি ইউনিয়নের চেয়ারম্যান, উপজেলা ও পৌর যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, তাঁতি দল, কৃষক দল, শ্রমিক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
হাজার হাজার মাদরাসার শিক্ষার্থীদের নিয়ে বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
বিডি প্রতিদিন/আরাফাত