খাগড়াছড়িতে নির্বাচনকে সামনে রেখে পর্যটন মোটেলে সম্মেলন কক্ষে দিনব্যাপী পোলিং সহকারী প্রিজাইডিং ও প্রিজাইডিং পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে চ্যালেঞ্জিং ও উত্তরণের উপায় শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে খাগড়াছড়ি জেলা প্রশাসক আনোয়ার সাদত এ কর্মশালার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম নির্বাচন অফিসের আঞ্চলিক কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন। শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা নির্বাচন অফিসার এস এম শাহাদাত হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন খাগড়াছড়ি পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, নির্বাচন কমিশন সচিব মোস্তফা হাসান।
কর্মশালায় অংশগ্রহণকারী কর্মকর্তাগণ তাদের অভিজ্ঞতা বিনিময় করেন। পাশাপাশি ভোট সংগ্রহে চ্যালেঞ্জিংয়ের বিষয়গুলো কর্মশালায় তুলে ধরেন। জেলার ৯টি উপজেলার উপজেলা নির্বাচনী কর্মকর্তারাসহ ৭০ জন কর্মকর্তা কর্মশালায় অংশ নেন।
বিডি প্রতিদিন/আরাফাত