মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় পতাকা উত্তোলন, র্যালি, আলোচনা সভা, পুষ্পমাল্য অর্পণ ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মেহেরপুর মুক্ত দিবস।
শনিবার সকাল সাড়ে আটটায় মেহেরপুর শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। জেলার পক্ষে সবার আগে পুষ্পমাল্য অর্পণ করেন জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবীর। পরে পুলিশ সুপার উজ্জল কুমার রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরিকুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম, মেহেরপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক সামসুল আলম সোনা এবং বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ পুষ্পমাল্য অর্পণ করেন।
পুষ্পমাল্য অর্পণ শেষে মুক্তিযুদ্ধের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
সকাল সাড়ে ৯টায় মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টার থেকে একটি র্যালি বের হয়। র্যালি শেষে সকাল দশটায় জাতীয় পতাকা উত্তোলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মেহেরপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক শামসুল আলম সোনার সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবীর।
অনুষ্ঠানে জেলার মুক্তিযোদ্ধাসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/মাইনুল