আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদের ৬৮তম জন্মদিন গ্রামের বাড়ি ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নুরপুরে পালিত হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) বেলা ১১টার দিকে ভাঙ্গা পৌরসভার নুরপুর মহল্লায় তারেক মাসুদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে তারেক মাসুদ ফাউন্ডেশন। এ সময় তারেক মাসুদের মা নুরুন্নাহার মাসুদ উপস্থিত ছিলেন।
তারেক মাসুদের মা নুরুন্নাহার মাসুদ পুষ্পস্তবক অর্পণ শেষে যখন কথা বলছিলেন, তখন চোখ দিয়ে অঝোরে পানি ঝরছিল। তিনি অভিমান ও ক্ষোভের সাথে বলেন, ‘আমি কিছু চাই না। কার কাছে কী চাইবো?’
এরপর তিনি বলেন, ‘এখানে (তারেক মাসুদের গ্রামের বাড়ি) দেশের বিভিন্ন জায়গা থেকে লোকজন আসেন। তারেক মাসুদের নামে একটি জাদুঘর ও গ্রন্থাগার নির্মিত হলে মরেও শান্তি পাবো। তারেকের এত কষ্ট করে সংগ্রহ করা বইগুলো এখন অযত্নে রয়েছে। এখানে একটি লাইব্রেরি হলে ওর বইগুলো যত্নে থাকতো।’
তারেক মাসুদ ফাউন্ডেশনের সভাপতি ও ভাঙ্গা সরকারি কেএম কলেজের সাবেক অধ্যক্ষ মোসায়েদ হোসেন ঢালীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন তারেক মাসুদের ভাই সাঈদ মাসুদ, তারেক মাসুদের ছোটোবেলার সহপাঠী আবু তালেব, ভাঙ্গা উপজেলা কৃষক সমিতির সভাপতি আবু বকর, ভাঙ্গা উপজেলা সিপিবির সাধারণ সম্পাদক আবুল কালাম, সাবেক সাধারণ সম্পাদক লিয়াকত মোল্লা, তারেক মাসুদ ফাউন্ডেশনের সদস্য সুভাষ মন্ডল, প্রবাস মালো, সোহাগ খান, রুবেল হোসেন, নাজমুল হোসেন।
বক্তারা বাংলা চলচ্চিত্র নির্মাণে তারেক মাসুদের অবদানের কথা স্মরণ করে বলেন, তারেক মাসুদ বাংলা চলচ্চিত্রকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন। তিনি মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও অসাম্প্রদায়িক চেতনা ধারণ করে এ বিষয়ে চলচ্চিত্র নির্মাণ করেছেন। বক্তারা ভাঙ্গায় তারেক মাসুদের নামে জাদুঘর, লাইব্রেরি নির্মাণের পাশাপাশি ভাঙ্গা পৌরসভার সামনের চত্বরের নামকরণের তার নামে করার দাবি জানান।
উল্লেখ্য, তারেক মাসুদ ১৯৫৬ সালের ৬ ডিসেম্বর ভাঙ্গা পৌরসভার নুরপুর মহল্লায় জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মশিউর রহমান মাসুদ ও মাতা নুরুন্নাহার মাসুদ।
বিডি-প্রতিদিন/জামশেদ