ব্রাহ্মণবাড়িয়া প্রাক্তন স্কাউটস এসোসিয়েশনের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে রি-ইউনিয়ন ২০২৫।
শনিবার (৬ ডিসেম্বর) সকালে শহরের টেংকেরপাড় এলাকা থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ব্রাহ্মণবাড়িয়া প্রাক্তন স্কাউটস এসোসিয়েশনের সভাপতি মো. রেজাউল হক ঝুনু।
তিনি বলেন, ‘স্কাউটিং মানুষকে শৃঙ্খলাবোধ, মানবতা ও সেবার মানসে গড়ে তোলে। প্রাক্তন স্কাউটদের এই পুনর্মিলনী সমাজসেবার নতুন দিগন্ত উন্মোচন করবে।
আয়োজনের উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, স্কাউট আন্দোলনে যুক্তরা দেশের যেকোনো দুর্যোগে মানবিক ভূমিকা পালন করে থাকে। এ ধরনের মিলনমেলা প্রাক্তন স্কাউটদের বন্ধনকে আরও দৃঢ় করবে।
রি-ইউনিয়নের অংশ হিসেবে লায়ন্স ক্লাব অব ঢাকা-ব্রাহ্মণবাড়িয়ার সহযোগিতায় পৌর কমিউনিটি সেন্টারে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও ডায়াবেটিস পরীক্ষা সেবা প্রদান করা হয়। এতে শতাধিক মানুষ সেবা গ্রহণ করেছেন।
দিনব্যাপী অনুষ্ঠানে প্রাক্তন স্কাউট সদস্যরা উৎসবমুখর পরিবেশে একত্রিত হয়ে পুরোনো দিনের স্মৃতিচারণ করেন এবং ভবিষ্যতেও সমাজসেবামূলক কার্যক্রমে সক্রিয় থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। আয়োজনের সঞ্চালনা করেন প্রাক্তন স্কাউটস এসোসিয়েশনের সেক্রেটারি হাবিবুর রহমান।
বিডি-প্রতিদিন/মাইনুল