নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের হোসেনপুর হাইস্কুল মাঠে এ দোয়া অনুষ্ঠানে দলের নেতাকর্মী ও স্থানীয় মুসল্লিরা অংশগ্রহণ করেন।
শম্ভুপুরা ইউনিয়ন বিএনপির এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন, নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান। তিনি বলেন, 'বেগম খালেদা জিয়া শুধু একজন ব্যক্তি নন, তিনি এখন কোটি মানুষের হৃদয়ের স্পন্দন হয়ে উঠেছেন। তিনি সেরে উঠুক, সারা বাংলাদেশ এই প্রার্থনা করছে। আমরা তার দ্রুত আরোগ্য ও দেশের কল্যাণে আল্লাহর রহমত কামনা করছি।'
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনারগাঁ বিএনপি ও শম্ভুপুরা ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মোশাররফ হোসেন, সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, সহ-সভাপতি মনিরুজ্জামান, পৌর বিএনপির সভাপতি হাজী শারজাহানসহ অন্যরা।
মাহফিলে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া আজীবন গণতন্ত্র, মানুষের ন্যায়সঙ্গত অধিকার এবং ভোটের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম করেছেন। তিনি কখনো পিছপা হননি, কখনো আপস করেননি। জনগণের কল্যাণই ছিল তার রাজনীতির মূল লক্ষ্য। তার সুস্থতার জন্য শুধু বিএনপি নয়, দেশপ্রেমে বিশ্বাসী প্রতিটি মানুষই আন্তরিকভাবে দোয়া করছেন।
বিডি-প্রতিদিন/এমই