কুমিল্লার লাকসাম প্রেস ক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা, মিলাদ মাহফিল, র্যালি ও কেক কাটা উৎসবের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা নির্বাহী অফিসার নার্গিস সুলতানা।
প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবদুল কুদ্দুস বলেন, লাকসাম প্রেস ক্লাব প্রতিষ্ঠার পর চার দশক পার হলেও সাংবাদিকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা এখনো বড় চ্যালেঞ্জ। আমরা ঐক্যবদ্ধ থেকে পেশাদারিত্ব ধরে রাখতে চাই।
সাধারণ সম্পাদক ফারুক আল শারাহ বলেন, ১৯৮৫ সালে প্রতিষ্ঠিত লাকসাম প্রেস ক্লাব সৎ ও নীতিগত সাংবাদিকতা চর্চায় কাজ করে যাচ্ছে। আমরা সৎ সাংবাদিকতা চর্চার পাশাপাশি মানবিকতায় অনন্য ভূমিকা রাখতে চাই।
প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক মিজানুর রশিদের উপস্থাপনায় অনুষ্ঠানে লাকসাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি জাফর আহমেদ, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক সেলিম চৌধুরী হিরা, প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক চন্দন সাহা, অর্থ সম্পাদক হামিদুল ইসলাম, তথ্য ও ড্রযুক্তি সম্পাদক জি.এম.এস রুবেল এবং ক্রীড়া সম্পাদক আমজাদ হোসেন অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে লাকসাম প্রেস ক্লাবের নেতৃবৃন্দ খলিলুর রহমান, জামাল উদ্দিন স্বপন, মনির হোসেন, নাজমুল ইসলাম, সাইফুল ইসলাম, ইকবাল হোসেন মিন্টু, নাঙ্গলকোট প্রেস ক্লাবের নির্বাহী সদস্য সোহরাব হোসেন, আজিম উল্যাহ হানিফ, লাকসাম সাংস্কৃতিক জোটের নেতা অধ্যাপক মোজাম্মেল হোসেন পেয়ার, কন্ঠশিল্পী রাকিব হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএম