মাগুরা সদর উপজেলার কুল্লিয়া গ্রামে সামাজিক আধিপত্যকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ৩৫ জন আহত হয়েছেন। দীর্ঘদিন ধরে চলতে থাকা সামাজিক আধিপত্যকে কেন্দ্র করে শুক্রবার ভোর ৬টার দিকে উত্তেজিত দুই পক্ষ লাঠিসোঁটা ও ইটপাটকেলসহ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।
কুচিয়া মোড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার আজহার উদ্দিন ও মাগুরা আদর্শ কলেজের ভারপ্রাপ্ত অধ্যাপক কাবিয়ার রহমান অনুসারীদের মাঝে এ সংর্ঘ হয়। ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছে। এদের মধ্যে অনেকেই স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। বড় ধরনের আহতরা মাগুরা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। দায়িত্বরত ডা. মো. মামুন উর রশীদ জানান, সংঘর্ষে আহত হয়ে অন্তত ৩৫ জন চিকিৎসার জন্য হাসপাতালে আসেন।
সদর থানার ওসি মো. আয়ুব আলী জানান, পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্থিতিশীল করেছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এখনো কোনো মামলা দায়ের না হলেও তদন্ত চলছে।
বিডি প্রতিদিন/এএম