বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় তার গৃহপরিচারিকা ফাতেমার বাবার বাড়িতে মিলাদ ও দোয়া করা হয়েছে।
শুক্রবার বাদ আছর ভোলা সদর উপজেলার কাচিয়া ইউনিয়নের শাহমাদার গ্রামে নিজ বাড়িতে এ আয়োজন করেন ফাতেমার বাবা রফিজল মিয়া।
এ সময় ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল হাই, সাবেক সাধারণ সম্পাদক মান্নান মাস্টার, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মনজু মাস্টার, জিয়া পরিষদের ইউনিয়ন সভাপতি রিয়াদ উদ্দিন, ইউনিয়ন মৎস্যদলের সভাপতি নাসির বেপারিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মোনাজাত পরিচালনা করেন, হাজী মহব্বত আলী মিয়াজি বাড়ির মসজিদের ঈমাম মাওলানা আব্দুল আজিজ।
বিডি-প্রতিদিন/এমই