আন্তর্জাতিক সেচ্ছাসেবী দিবস উপলক্ষ্যে পঞ্চগড়ে সাইকেল র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে সরকারি অডিটোয়িাম চত্বর থেকে র্যালি শুরু হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়।
শতাধিক স্বেচ্ছাসেবির সাথে সাইকেল চালিয়ে র্যালিতে অংশ নেন জেলা প্রশাসক কাজী সায়েমুজ্জামান। কর্মসূচির উদ্বোধনও করেন তিনি। পরে মুক্ত মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পঞ্চগড় স্বেচ্ছাসেবী ফোরামের সভাপতি আহসান হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় বক্তব্য রাখেন আয়োজক সংগঠন লাইট অফ লাইফের নির্বাহী পরিচালক এম এ রনি, বাংলাদেশ প্রতিদিন’ এর জেলা প্রতিনিধি ও পঞ্চগড় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরকার হায়দার প্রমুখ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন