সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি'র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় নোয়াখালীতে বিশেষ দোয়া প্রার্থনার অনুষ্ঠানের আয়োজন করেছে ছাত্রদল।
বৃহস্পতিবার সন্ধ্যায় নোয়াখালী সুপার মার্কেটের জামে মসজিদে জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে এই বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।
দোয়া অনুষ্ঠানে নোয়াখালী জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মহিন উদ্দিন, সুপার মার্কেটের সহ-সভাপতি সিরাজ উদ্দিন, নোয়াখালী সরকারি কলেজের ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইয়ুম রিয়াজসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায় নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/তানিয়া