জামালপুরে একটি ট্রাক এবং মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ সময় একজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে শহরের বেলটিয়া এলাকায় জামালপুর-টাঙ্গাইল-ঢাকা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জামালপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের চর জালালেরপাড়া এলাকার শফিকুল ইসলামের ছেলে দিপু ওরফে বাবু (২২) এবং একই এলাকার আব্দুল জলিলের ছেলে রাসেল (২২)।
জামালপুর সদর থানার ওসি (তদন্ত) এসএম নূর মোহাম্মদ জানান, রাত সাড়ে ৯টার দিকে শহরের বেলটিয়া এলাকায় জামালপুর থেকে ঢাকামুখী কাঁচামাল বোঝাই একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির মোটরসাইকের মুখোমুখি সংঘর্ষ হয়।
ঘটনাস্থল থেকে মোটরসাইকেল আরোহী দিপু, রাসেল ও মো. শ্যামলকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দিপু ও রাসেলকে মৃত ঘোষণা করেন। আহত মো. শ্যামল বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/মাইনুল