কুড়িগ্রামে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সদরে অবস্থিত দুটি ইটভাটায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) লঙ্ঘনের অভিযোগে এ অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালে জেলা প্রশাসকের অনুমতি ছাড়াই ইট তৈরির জন্য মাটি সংগ্রহের অপরাধে মোঘলবাসার নালিয়ার দোলায় অবস্থিত মেসার্স এস এস বি ব্রিকসকে ২০ হাজার টাকা এবং মেসার্স এম জে এইচ ব্রিকসকে ৪০ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়।
এসময় মেসার্স জি এ ব্রিকস-১ এবং জি এ ব্রিকস-২–এর বিরুদ্ধে আদালতের স্থগিতাদেশ থাকায় তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানানো হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন কুড়িগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রিতম কুন্ডু। এসময় প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম। এছাড়া জেলা পুলিশের একটি দলসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারাও অভিযানে অংশ নেন।
বিডি-প্রতিদিন/মাইনুল