‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ স্লোগানে তারুণ্যের উৎসব উপলক্ষে ঝালকাঠিতে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট–২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে ঝালকাঠি পৌর স্টেডিয়ামে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি, মেডেল ও প্রাইজমানির প্লাকার্ড তুলে দেন।
সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠির সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুমায়ূন কবীর। এ ছাড়া উপস্থিত ছিলেন যুব উন্নয়ন কর্মকর্তা, স্বাস্থ্য কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও ক্রীড়া সংগঠকরা।
ফাইনাল ম্যাচে বিনয়কাঠি শের-ই বাংলা ফজলুল হক ডিগ্রি কলেজ দল টাইব্রেকারে ঝালকাঠি সরকারি কলেজ দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজিত এ টুর্নামেন্ট ২ ডিসেম্বর শুরু হয়ে ৪ ডিসেম্বর শেষ হয়। জেলার চারটি উপজেলার ১২টি কলেজ এতে অংশ নেয়।
বিডিপ্রতিদিন/কবিরুল