গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. রাশেদ খানের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ঝিনাইদহে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার শহরের স্টেডিয়াম সড়কসংলগ্ন ফ্যামিলি জোনে সমাজ কল্যাণ ফোরামের সহযোগিতায় এ আয়োজন করা হয়। দোয়া মাহফিলের আগে খালেদা জিয়ার জীবনী ও রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন বক্তারা।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন—ঝিনাইদহ গণ অধিকার পরিষদের জেলা সভাপতি প্রভাষক সাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক ইকবাল জাহিদ রাজন, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি রিহান আহমেদ রাইহান এবং যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মো. মিশন আলীসহ সংগঠনের অন্যান্য নেতারা।
আলোচনা শেষে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়। দোয়া মাহফিলে বিভিন্ন প্রতিষ্ঠানের এতিম, হাফেজ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
বিডি-প্রতিদিন/সুজন