জামালপুরের দেওয়ানগঞ্জ বাজার স্টেশন থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনের দুই বগি বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। এতে করে ভোগান্তিতে পড়ে ওই ট্রেনের যাত্রীরা।
বৃহস্পতিবার বিকেলে ৪টা ৫০ মিনিটের দিকে পিয়ারপুর স্টেশনের কাছাকাছি এই ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
জামালপুর রেলওয়ে সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনটি পিয়ারপুর এলাকায় পৌঁছালে ‘ঢ’ ও ‘ণ’ নম্বর বগি দুইটি ট্রেন থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তবে বিষয়টি ট্রেন চালক বুঝতে পেরে সাথে সাথেই ট্রেন থামিয়ে ফেলেন থামান। এতে করে ট্রেনে থাকা যাত্রীরা কেউ হতাহতের শিকার হয়নি। কিন্তু যাত্রা পথে ট্রেনের বিচ্ছিন্ন হওয়ায় ঢাকাসহ বিভিন্ন গন্তব্যের যাত্রীরা চরম ভোগান্তিতে পড়ে।
জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, বৃহস্পতিবার বিকাল ৪টা ৫০ মিনিটের দিকে তিস্তা এক্সপ্রেস ট্রেনটি পিয়ারপুর এলাকায় যাওয়ার পর দু’টি বগি বিচ্ছিন্ন হয়ে যায়। ট্রেনটি মেরামতের জন্য ময়মনসিংহ থেকে টেকনিশিয়ান আনা হচ্ছে, আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে সমাধান হবে।
বিডি-প্রতিদিন/বাজিত