সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় মাগুরায় আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৪ ডিসেম্বর) বিকালে শহরের এজি একাডেমি চত্বরে এই কর্মসূচির আয়োজন করা হয়।
পৌর বিএনপির সভাপতি মাসুদ হাসান খান কিজিলের সভাপতিত্বে বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন নিয়ে আলোচনা করেন মাগুরা-১ আসনের মনোনীত প্রার্থী ও জেলা বিএনপর সদস্য সচিব মনোয়ার হোসেন খান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন, আলমগীর হোসেন, কুতুবউদ্দিন, ফারুকুজ্জামান ফারুক, শাহেদ হাসান টগর, নাজমুল হাসান লিটন, আব্দুর রহিম প্রমুখ।
বিডি প্রতিদিন/কামাল