চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার অস্ত্রসহ ডাকাতি মামলার পলাতক আসামি রুবেল প্রকাশ রবিউল হাসানকে কুমিল্লার চৌদ্দগ্রামের বসন্তপুর এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব।
রুবেল লক্ষীপুর জেলার রামগতি থানার মোহাম্মদপুর বাজার এলাকার আব্দুল মমিনের ছেলে। বুধবার অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, কোতোয়ালী থানার ফিশারীঘাট এলাকায় কর্ণফুলী নদীর তীরে অস্ত্রসহ ডাকাতির মামলায় রুবেল পলাতক ছিলেন। চৌদ্দগ্রামে বসন্তপুর এলাকায় তার অবস্থানের গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর রুবেলকে সদরঘাট নৌ থানার পুলিশের কাছে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হয়েছে।
বিডি-প্রতিদিন/আশফাক