দিনাজপুর–রংপুর মহাসড়কের চিরিরবন্দরে বাস ও ব্যাটারি চালিত রিকশাভ্যানের মুখোমুখি সংঘর্ষে ট্রিলিয়ন গোল্ড লিমিটেডের দুই নারী কর্মী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও সাতজন।
বুধবার রাত পৌনে ৮টার দিকে চিরিরবন্দর উপজেলার ফতেজংপুর ইউনিয়নের রাজাপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই নারী হলেন—নীলফামারীর সদর উপজেলার সংগলশী ইউনিয়নের কিসামত কাদিখোল গ্রামের মোর্শেদা বেগম (৩৫) এবং দিঘলডাঙ্গী গ্রামের আদুরী রানী (১৮)। তারা দুজনই ইপিজেডের ট্রিলিয়ন গোল্ড লিমিটেডের পরচুলা বিভাগের কর্মী ছিলেন।
স্থানীয়রা জানান, রংপুর থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী রেইনবো পরিবহনের একটি বাসের সঙ্গে সৈয়দপুরমুখী ব্যাটারিচালিত রিকশাভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রিকশাভ্যানটি দুমড়েমুচড়ে যায় এবং বাসটি সড়কের পাশে নিচে পড়ে যায়। ঘটনাস্থলেই দুটি নারী যাত্রীর মৃত্যু হয়। আহত সাতজনকে স্থানীয় লোকজন উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতলে ভর্তি করেন।
খবর পেয়ে সৈয়দপুর ফায়ার সার্ভিস ও দশমাইল হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার এবং যান চলাচল স্বাভাবিক করে।
দশমাইল হাইওয়ে থানার ওসি মাহাবুবুল কবির বলেন, ‘বাসটি জব্দ করা হয়েছে। তবে বাসচালক পালিয়ে গেছেন।’
বিডি-প্রতিদিন/সুজন