বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় গাজীপুরের টঙ্গীতে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাতে টঙ্গীস্থ বৃহত্তর ময়মনসিংহ শ্রমজীবী সমবায় সমিতির টঙ্গী থানা প্রেসক্লাব সংলগ্ন সমিতির নিজস্ব কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের আহ্বায়ক মোশারফ হোসেন সরকার, সদস্য সচিব লুৎফজ্জামান লিটন, যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির, রফিকুল ইসলাম, কবির হোসেন, আবু বক্কর সিদ্দিকসহ সংগঠনে বিভিন্ন ওয়ার্ড ইউনিটের নেতাকর্মী।
সভা শেষে উপস্থিত নেতাকর্মীরা বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেছেন।
বিডি-প্রতিদিন/তানিয়া