‘সকল নারী ও মেয়েদের বিরুদ্ধে ডিজিটাল সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ’-এই শ্লোগান সামনে রেখে গাইবান্ধায় সাঁওতাল নারীদের নিয়ে দিনব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ ডিসেম্বর) গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া ইউনিয়নের তল্লাপাড়ায় মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় বেসরকারি সংস্থা অবলম্বন ও ‘আমরাই পারি’ সংগঠন এ উৎসবের আয়োজন করে। অনুষ্ঠানে গ্রামীণ সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে সাঁওতাল নারীরা তাদের সংস্কৃতি তুলে ধরেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম। সভাপতিত্ব করেন জনউদ্যোগের সদস্য সচিব ও অবলম্বনের নির্বাহী পরিচালক প্রবীর চক্রবর্তী।
সঞ্চালনা করেন সংস্কৃতিকর্মী শিরিন আকতার। বক্তব্য দেন উই ক্যানের নির্বাহী প্রধান জিনাত আরা হক, কানাডা হাই কমিশনের সিনিয়র ডেভেলপমেন্ট অ্যাডভাইজার সাফিনা আলম, মানবাধিকারকর্মী মনির হোসেন সুইট, আদিবাসী নেতা রাফেল বাস্কে, পল্লবী মুরমু প্রমুখ।
বক্তারা বলেন, সাঁওতাল নারীরা প্রান্তিক জনগোষ্ঠী হওয়ায় বৈষম্যের শিকার হন। তাদের উন্নয়নে সমাজের সকলকে এগিয়ে আসতে হবে। নারীর ক্ষমতায়ন ছাড়া দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। অনুষ্ঠানে সংগীত, নৃত্য, অভিনয়সহ বিভিন্ন ইভেন্টের আয়োজন করা হয়।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ