টেকসই কৃষি প্রযুক্তির ব্যবহার বাড়লে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা, জমির উর্বরতা বৃদ্ধি, সেচ ব্যবস্থাপনা উন্নয়ন ও আধুনিক যান্ত্রিকীকরণের মাধ্যমে খাদ্য-পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে বলে জানিয়েছেন কৃষি কর্মকর্তা।
বুধবার চৌদ্দগ্রাম উপজেলার মিয়া বাজারে ‘টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প’-এর আওতায় কৃষক গ্রুপ ওরিয়েন্টেশন অনুষ্ঠানে এসব কথা বলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লার অতিরিক্ত উপ-পরিচালক শেখ আজিজুর রহমান।
শেখ আজিজুর রহমান জানান, জলবায়ু-সহনশীল বীজ, দক্ষ সেচ প্রযুক্তি, মাটির স্বাস্থ্য উন্নয়ন ও আধুনিক কৃষিযন্ত্র ব্যবহারের মাধ্যমে কৃষকদের উৎপাদনশীলতা আরও বৃদ্ধি পাবে। এতে কৃষক সরাসরি লাভবান হবে এবং দীর্ঘমেয়াদে টেকসই কৃষি ব্যবস্থার ভিত্তি তৈরি হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রকল্পের মনিটরিং অফিসার কৃষিবিদ ইমরান হোসেন এবং উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জুবায়ের আহমেদ। অনুষ্ঠান পরিচালনা করেন উপ-সহকারী কৃষি অফিসার মো. কামরুল হাসান।
উদ্যোক্তা কৃষকদের মধ্যে উপস্থিত ছিলেন শাহিন হোসেন সাদ্দাম, রশিদ মিয়া, আলী আজ্জম, মো. কামাল হোসেন, শাহ আলম, সুমন মিয়া ও মন্নান মিয়া আজিমসহ আরও অনেকে।
বিডি-প্রতিদিন/তানিয়া