বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় কাশিয়ানীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গোপালগঞ্জ-১ (কাশিয়ানী-মুকসুদপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিমের উদ্যোগে বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় রাতইল ইউনিয়নে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিএনপি, যুবদল, মহিলা দল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের নেতা-কর্মীসহ বিপুলসংখ্যক স্থানীয় মানুষ অংশ নেন। সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি মো. মোস্তফা মোল্লা।
আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ মো. সেলিম, দপ্তর সম্পাদক নুর এ বোরহান লিটন, যুবদল নেতা এনামুল হক শিমুল, আরিফুল ইসলাম পাবেল, মহিলা দলের সভাপতি শিলা বেগমসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।
দোয়া মাহফিল পরিচালনা করেন ঘোড়াপাড়া মসজিদের খতিব মো. আবু হুরায়রা। শেষে দেশনেত্রী খালেদা জিয়ার সুস্থতা ও দেশের শান্তি-সমৃদ্ধির জন্য বিশেষ মোনাজাত করা হয়।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ