মুন্সীগঞ্জ সদর উপজেলার রামপাল ইউনিয়নের হাতিমারা বালুর মাঠে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ ডিসেম্বর) বাদ আছর নামাজের পর মুন্সীগঞ্জ-৩ আসনের মনোনয়ন প্রত্যাশী ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোশাররফ হোসেন পুস্তির উদ্যোগে এ অনুষ্ঠান হয়।
স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীসহ অসংখ্য মুসল্লি দোয়া মাহফিলে অংশ নেন।
মাহফিলে আলহাজ্ব মোশাররফ হোসেন পুস্তি বলেন, শারীরিক অবস্থার অবনতির কারণে বেগম খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। মহান আল্লাহ তাকে সুস্থ করে জনগণের মাঝে ফিরিয়ে আনুন এবং দেশের মানুষের সেবায় কাজ করার শক্তি দিন।
তিনি আরও বলেন, খালেদা জিয়া শুধু একটি দলের নেত্রী নন, তিনি সমগ্র বাংলাদেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে তার আপসহীন ভূমিকা অনন্য। গণঅভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশ বিনির্মাণে তার প্রয়োজন আরও বেশি।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ