বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় যশোরের শার্শা উপজেলায় চালিতাবাড়িয়া হাইস্কুল মাঠে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কায়বা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি তাজউদ্দীন আহমেদ।
দোয়া অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার কর্মময় জীবনের উপর বক্তব্য রাখেন বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও বিএনপি মনোনীত এমপি প্রার্থী মফিকুল হাসান তৃপ্তি।
তিনি বলেন, বেগম খালেদা জিয়ার অসুস্থতার খবরে গোটা বিশ্বের নেতৃবৃন্দসহ দেশের কোটি কোটি মানুষ আজ উদ্বিগ্ন। বেগম জিয়ার অসুস্থতার খবরে দেশের মানুষ আজ কাঁদছে। মানুষের দোয়া নিয়ে সুস্থ হয়ে যেন তিনি আবারও দলের ও দেশের মানুষের সেবা করতে পারেন, সে জন্য তিনি শার্শাসহ দেশবাসীর কাছে দোয়া কামনা করেন।
দোয়া অনুষ্ঠানে শার্শা উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল কুদ্দুস বিশ্বাস, বেনাপোল পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমদাদুল হক ইমদা, বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান মিঠু, পুটখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মফিজুর রহমানসহ অনেকেই বক্তব্য রাখেন।
বিডি প্রতিদিন/এমআই