কুমিল্লার হোমনায় উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) সরকারি গাড়ির চাকায় পিষ্ট হয়ে দুই বছরের শিশু ফাইজা আক্তারের মৃত্যু হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফাইজা বরিশালের ওজিরপুর উপজেলার পুটিয়া গ্রামের ফাইজুল হকের মেয়ে। তার বাবা হোমনা উপজেলায় একটি ওষুধ কোম্পানিতে চাকরির সুবাদে ভাড়া বাসায় থাকেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৯টার দিকে শিশু ফাইজা তার মায়ের সঙ্গে উপজেলা চত্বরে আসে। এ সময় দ্রুতগতিতে প্রবেশ করা সহকারী কমিশনারের সরকারি গাড়িটি শিশুটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর পেয়ে হোমনা সহকারী কমিশনার (ভূমি) আহম্মেদ মোফাচ্ছের এবং নবনিযুক্ত উপজেলা নির্বাহী অফিসার শহিদুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হন।
শিশুর বাবা ফাইজুল হক বলেন, “গাড়িটি খুব দ্রুত গতিতে আসলো। আমার কলিজার টুকরাকে নিয়ে গেলো। আমি গাড়িচালকের ফাঁসিসহ সর্বোচ্চ শাস্তির দাবি করছি রাষ্ট্রের কাছে।”
হোমনা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহম্মেদ মোফাচ্ছের বলেন, “ঘটনার সময় আমি গাড়িতে ছিলাম না। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ছুটে আসি। এই শিশুটি আমার সন্তানও হতে পারতো। একজন বাবা হিসেবে সর্বোচ্চ আইনি ব্যবস্থা নেওয়ার জন্য সাহায্য করব।”
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ রফিকুল ইসলাম জানান, “লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
বিডি প্রতিদিন/আশিক