বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় জেলা শ্রমিকদলের উদ্যোগে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে বাস টার্মিনাল এলাকায় অনুষ্ঠিত দোয়া ও মোনাজাতে সভাপতিত্ব করেন জেলা শ্রমিকদলের সভাপতি আসলাম কালু।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন খাগড়াছড়ির শ্রমিক দলের সাধারণ সম্পাদক রোকন ঊদ্দিন বাছেদসহ শ্রমিক সংগঠনের অন্যান্য নেতা-কর্মীরা। মোনাজাতে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থ হয়ে আবারো দেশের মানুষের সেবায় নিয়োজিত হওয়া কামনা করা হয়।
বিডি প্রতিদিন/আশিক