বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনা করে চুয়াডাঙ্গায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার বাদ আসর চুয়াডাঙ্গা শহরের টাউন ফুটবল মাঠে হাজারো মানুষের অংশগ্রহণে এ দোয়া অনুষ্ঠিত হয়।
এতে দল-মত নির্বিশেষে সর্বস্তরের মানুষ অংশ নেন। দোয়া মাহফিলে অংশ নেয়া মানুষেরা বেগম খালেদা জিয়ার রোগমুক্তির মাধ্যমে দেশসেবার জন্য মহান রবের দরবারে ফরিয়াদ করেন।
আয়োজকরা জানান, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের অবিসংবাদিত নেত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনায় চুয়াডাঙ্গাবাসী এ বিশেষ দোয়ার আয়োজন করেছে।
বুধবার বেলা তিনটা থেকে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ চুয়াডাঙ্গা টাউন মাঠে সমবেত হতে শুরু করেন। এসময় আলেম ও হাফেজরা পবিত্র কোরআন তেলাওয়াত করেন এবং আসরের নামাজ আদায় করেন। নামাজ শেষে শুরু হয় বিশেষ দোয়া।
এসময় দোয়াপ্রার্থীদের অনেককে চোখের পানি ছেড়ে কাঁদতে দেখা যায়। দোয়া শেষে একই স্থানে মাগরিবের নামাজ আদায় করেন মুসল্লিরা। দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিঙ্গাপুরস্থ বিজনেস অব চেম্বারের প্রেসিডেন্ট সাহিদুজ্জামান টরিক, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান, চুয়াডাঙ্গা প্রেস ক্লাবের সভাপতি রাজীব হাসান কচি, চুয়াডাঙ্গা জেলা প্রেস ক্লাবের সভাপতি মানিক আকবর, দোকান মালিক সমিতির আহ্বায়ক মঞ্জুরুল আলম মালিক, সদস্য সচিব সুমন পারভেজ খান প্রমুখ।
বিডি-প্রতিদিন/শআ