চাঁদপুরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে। বুধবার দিবসটি উপলক্ষে চাঁদপুর বাক ও শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয় প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজক প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, চাঁদপুর এবং সহযোগিতায় ছিলেন জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন ও বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ।
বাক ও শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হ্যাপি আক্তারের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নাজমুল ইসলাম সরকার। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক নজরুল ইসলাম।বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন মোহাম্মদ নুর আলম দীন, অতিরিক্ত পুলিশ সুপার (চাঁদপুর সদর সার্কেল) খায়রুল কবির, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ এরশাদ উদ্দিন।
অনুষ্ঠানে প্রতিবন্ধী শিশুরা নাচ, গান, কবিতা আবৃত্তিসহ বিভিন্ন ধরনের সাংস্কৃতিক পরিবেশনায় নিজেদের প্রতিভা প্রদর্শন করেন।
বিডি প্রতিদিন/আরাফাত