সুন্দরবনের শরণখোলা রেঞ্জের অভয়ারণ্য এলাকায় মাছ ধরার অভিযোগে ১০ জেলেকে কারাগারে পাঠানো হয়েছে। এ সময় জালসহ ৫টি নৌকাও জব্দ করা হয়।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বনরক্ষীরা তাদের আটক করে। এই জেলেদের মধ্যে ৮ জনের বাড়ি খুলনার কয়রা ও দুজনের বাড়ি বাগেরহাটের শরণখোলা উপজেলায়।
বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সুন্দরবনের অভয়ারণ্যের নদী-খালে সারা বছরই মাছ শিকার নিষিদ্ধ। এই নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরতে যাওয়ায় ওই জেলেদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে বন আইনে মামলা হয়েছে।
রেজাউল করিম আরও জানান, বুধবার দুপুরে ১০ জেলেকে বাগেরহাট আদালতে সোপর্দ করলে বিচারক কারাগারে পাঠানো নির্দেশ দিয়েছেন।
বিডি-প্রতিদিন/এমই